মানুষের মাঝে আছে মন,

মনের মাঝে প্রেম,

প্রেমের মাঝে জীবন,

জীবনের মাঝে আশা,

আশার মাঝে ভালবাসা,

আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?